Views Bangladesh Logo

নজরুলের গান নিয়ে ১০ ব্যান্ডের কনসার্ট আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক গান ও কবিতা যুগে যুগে আন্দোলন-সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করে এসেছে। সেই বিদ্রোহী চেতনার গানগুলোকে নতুনভাবে শ্রোতাদের সামনে তুলে ধরতে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজন করা হয়েছে ‘নজরুল কনসার্ট ২০২৫’।

নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় ১০টি ব্যান্ড—ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর। ব্যান্ডগুলোর পরিবেশনায় থাকবে নজরুলের নির্বাচিত প্রেরণামূলক গান, পাশাপাশি কবির কিছু কবিতার আবৃত্তিও পরিবেশিত হবে।

এই কনসার্টে পরিবেশিত গানগুলো নিয়ে প্রকাশ করা হবে একটি বিশেষ অ্যালবাম, যাতে থাকছে নজরুলের ১০টি গান—‘কারার ঐ লৌহ-কবাট’, ‘এই শিকল–পরা ছল্’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার–মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’। আজ বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই কনসার্ট।

দর্শকরা বিনামূল্যে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। প্রকল্পটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে শোনা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ