ওয়ার্ক পারমিট পেয়েও ইতালি যেতে পারছেন না এক লাখ বাংলাদেশি কর্মী
বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য ইতালি সরকার এক লাখ ১০ হাজার ওয়ার্ক পারমিট দিলেও দূতাবাসের ভিসা প্রসেসিং সেন্টারের ধীরগতির কাজের জন্য তারা যেতে পারছেন না। এ জন্য অভিবাসন প্রত্যাশী এসব কর্মীদের ভাগ্য নির্ধারণে দেশটির প্রধানমন্ত্রী জর্জা মেলনীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ) এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেন, ইউরোপের ইতালির মত একটি ধনী দেশে বাংলাদেশের একজন নাগরিক যেকোনো মূল্যে যাওয়ার চেষ্টা করেন।
তিনি জানান, ২০২০ সালে ইতালিতে অবৈধ ইমিগ্রেশন বন্ধ করতে ইতালি ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়। এতে ফের বৈধপথে বাংলাদেশিদের ইতালি যাওয়ার সুযোগ তৈরি হয়। করোনার পর ২০২১ সাল থেকে পুনরায় বাংলাদেশি কর্মীরা ওয়ার্ক ভিসায় ইতালিতে যাওয়া শুরু করেন। সরকারের নিয়ন্ত্রণ না থাকায় ব্যক্তি উদ্যোগে ২০২২-২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশি কর্মীদের পাঠাতে প্রায় ৬ লাখ আবেদন নেওয়া হয়। এরমধ্যে এক লাখের বেশি ওয়ার্ক পারমিট দেওয়া হয়।
তাইফুর রহমান বলেন বলেন, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ফেক ওয়ার্ক পারমিট আছে। অথচ সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ইতালি ও ইউরোপে প্রতি বছর এক কোটি শ্রমিক ঘাটতির বাজারে অপরিসীম সুযোগ নেওয়া যেত।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমরা ইতোমধ্যে একটি আবেদন জানিয়েছি। আমরা আশা করছি, কর্মীদের ভিসা প্রাপ্তির লক্ষ্যে ইতালি সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার আশু সমাধানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরামের (বিএমডিএফ) সভাপতি খায়রুজ্জামান কামাল বলেন, ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের ভাষ্য মোতাবেক প্রতিদিন তাদের ভিসা প্রসেসিংয়ের সক্ষমতা গড়ে ১০০টি ও মাসে ২,৫০০টি। বর্তমানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার ভিসা আবেদন প্রসেসিং করতে তাদের প্রায় ২ বছর প্রয়োজন। এ অবস্থায় আগামী ২-৩ মাসের মধ্যে এই সমস্যা সমাধান করতে হলে ইতালিয়ান দূতবাসে ঢাকায় ১০ গুণ সক্ষমতা বাড়াতে হবে। এ বিষয়টি গত এক বছর যাবত ইতালি সরকারের সিদ্ধান্তহীনতায় ঝুলে আছে, যা অত্যন্ত জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়েজেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে