সিলেটে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত
সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিলেট-তামাবিল সড়কের দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ডের তাতিকোনা গ্রামের সৈয়দ জুনেদ আলমের ছেলে সৈয়দ মুখছুদ হাসান মহান (২০), একই গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে তাহমিদ আহমদ (২০) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (১৯)। আহত হয়েছেন রফিক উল্লাহ ও তাহমিদ আহমদ।
নিহত তিনজনের মধ্যে সৈয়দ মোখলেছ সিলেট কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, আব্দুল আজিজ ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং হাফিজুর রহমান সিলেটের বিদ্যানিকেতন স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতদের স্বজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোরে ছাতক থেকে সিলেটে পাঁচজন মিলে প্রথমে সিলেটের লামাকাজি এলাকায় খেজুরের রস খেতে গিয়েছিলেন। সেখান থেকে সিলেটের জৈন্তাপুরে লাল শাপলার বিল দেখতে যান তারা। শাপলা বিল থেকে সকালে সিলেটের দিকে ফেরার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সৈয়দ মোখলেছ মহান ও আব্দুল আজিজ সায়েম নিহত হন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর হাফিজুর রহমানের মৃত্যু হয়। আহত রফিক উল্লাহ সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। আহত তাহমিদ আহমদও চিকিৎসাধীন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে