বান্দরবানে আরও ৪৯ কেএনএফ সদস্য আটক
বান্দরবানের রুমার বেতেল পাড়া থেকে আরও ১৮ জন নারীসহ ৪৯ জন কেএনএফ সদস্য আটক করেছে পুলিশ। এনিয়ে এ পর্যন্ত যৌথবাহিনীর আটকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জন।
তাদের মধ্যে কেএনএফ-এর বিরুদ্ধে হামলার মামলায় দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রুমা থেকে নতুন করে আটক ৪৯ জনকে রাতে সাড়ে সাতটায় গাড়িতে করে বান্দরবান সদর থানা হেফাজতে নিয়ে আসা হয়।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
এর আগে, বান্দরবানে সেনাবাহিনী-র্যাব-পুলিশের পৃথক অভিযানে কেএনএফ-এর ছয় সদস্যসহ সাত জনকে আটক করা হয়। এসময় থানচিতে কৃষি ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত জিপগাড়ি ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত আটটি মামলা হয়েছে। তারমধ্যে রুমায় চারটি ও থানচিতে চারটি মামলা দায়ের করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে