Views Bangladesh Logo

দুই জেলায় বজ্রপাতে প্রাণ গেল পাঁচজনের

 VB  Desk

ভিবি ডেস্ক

দুই জেলায় পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাঙামাটির তিন উপজেলায় তিনজন ও কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২ মে) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে রাঙামাটি সদর ও এর আশপাশে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় রাঙ্গামাটি শহরের তবলছড়ির সিলেটি পাড়ায় মো. নাজির হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়। একই সময়ে ঘরের বাইরে ছিলেন বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান (৬০)। তারও আকস্মিক বজ্রপাতে মৃত্যু হয়। এ ছাড়াও সাজেকের লংতিয়ান পাড়ায় টনিবালা ত্রিপুরা (৩৭) নামের এক নারীও একই সময়ে বজ্রপাতে মারা যান।

অন্যদিকে একই দিনে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও রাজাবালী ইউনিয়নে বজ্রপাতের ঘটনায় মারা যান দুই লবণ শ্রমিক।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর চারটার দিকে পেকুয়ায় তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় মগনামার কুদাইল্যাদিয়া এলাকায় মাঠের লবণ কুড়াতে বের হন দিদারুল ইসলাম। অন্যদিকে রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া এলাকায় মাঠের লবণ গর্তে ঢুকিয়ে সংরক্ষণের জন্য পলিথিন মোড়াচ্ছিলেন আরফাতুর রহমান। তবে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়। বজ্রপাতেই তাদের মৃত্যু হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ