বেসরকারি ৫ টেলিভিশন স্টেশনে হামলা, ভাঙচুর
দেশে চলমান উদ্ভুত পরিস্থিতিতে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই একাধিক বেসরকারি টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৫ আগস্ট) দুপুরে ঢাকার কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে তাণ্ডব চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় এটিএন নিউজের সামনে রাখা গাড়িতেও আগুন দেয়া হয়। এতে এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে এটিএন নিউজের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের অফিসে কিছুই অবশিষ্ট নেই। টেবিল ছাড়া সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে। আমরা নিরাপদে আছি এবং অফিস ছেড়েছি।’
এ ছাড়াও একইদিনে একাত্তর টেলিভিশনের বারিধারার কার্যালয়, বীর উত্তম সি আর দত্ত সড়কে সময় টেলিভিশনের কার্যালয় ও তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
একাত্তর টিভির একাধিক সাংবাদিক অভিযোগ করেন, কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার–টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। এ ছাড়াও কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
ইনডিপেনডেন্ট টিভির কর্তৃপক্ষ জানায়, টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেন।
সময় টিভির কর্মীরা জানান, বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষুব্ধরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে