Views Bangladesh Logo

ভারতের লোকসভা নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়ল ৬০ শতাংশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সাত ধাপে সম্পন্ন হবে। আর এ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে অনুষ্ঠিত এই নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে, সেগুলো হলো-আন্দামান-নিকোবর, অরুণাচল, আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, লাক্ষা দ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পদুচেরি, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের তিন রাজ্যে (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার)।

এ ব্যাপারে দেশটির জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচণ্ড দাবদাহের মধ্যেও ভোট পড়েছে ৬০ শতাংশ।

এদিকে জাল ভোট ও তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে দেয়ার ঘটনায় নির্বাচন কমিশনের কাছে বিজেপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের ব্লক সভাপতিকে অপহরণ করে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতকারীরা।

এ ছাড়াও প্রথম ধাপের ভোটগ্রহণকে ঘিরে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

এমতাবস্থায় অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন। সরকারি সূত্রের খবর, রাজ্য সরকার ও রাজ্যের মুখ্য নির্বাচনি অফিসারের ভূমিকায় অসন্তুষ্ট কমিশন। এমন পরিস্থিতি তৈরি হতে পারে তেমন কোনো আভাস সরকারি রিপোর্টে ছিল না।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, কর্ণাটকে লোকসভা আসনের সংখ্যা ২৮। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় কর্ণাটকের ১৪টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে হবে। তৃতীয় দফায় বাকি ১৪টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ মে।

এভাবে ৭ ধাপে মোট ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট চলবে আগামী ১ জুন পর্যন্ত। ভোটের ফল প্রকাশ করা হবে ৪ জুন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ