অভিনয়ে নাম লেখালেন নোবেলজয়ী মালালা
একটি ব্রিটিশ কমেডি সিরিজের মধ্য দিয়ে অভিনয় জগতে নাম লেখালেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
জানা গেছে, সিমানাটির নাম ‘উই আর লেডি পার্টস’। এর দ্বিতীয় গর্বে দেখা যাবে পাঁচ মুসলমান নারীকে, যারা ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে এসেছেন। এর মধ্যে রয়েছেন মালালা ইউসুফজাইও। তাকে ‘মালালা মেড মি ডু ইট’ শিরোনামের একটা পর্বে পশ্চিমা ও পাকিস্তানি পোশাকে নকল ঘোড়ায় বসে থাকা অবস্থায় দেখা যাবে।
এ ব্যাপারে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এই নোবেল পুরস্কার বিজয়ী বলেন, 'চিত্রগ্রহণের দিন যখন আমি সেটটি দেখি, তখন এটি আমার কল্পনার বাইরে ছিল। আর মজার ব্যাপার হলো, আমি এ লাইনের না। তাই কাজটা অনেক সহজ হয়ে গেছে।
তিনি আরও বলেন, 'এটা আমাকে সত্যিই গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের অভিনয় মেয়ে এবং যুবতী নারীদের নিজের জীবনের প্রতি বিশ্বাসটাকে ধরে রাখতে এবং পরিবর্তনকারী হতে অনুপ্রাণিত করবে।
প্রসঙ্গত, পাকিস্তানের তালেবান নিয়ন্ত্রিত একটি অঞ্চলে মেয়েদের শিক্ষার পক্ষে সাহসী ভূমিকা রাখেন মালালা ইউসুফজাই। এর মধ্য দিয়ে প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন তিনি। এরপর ২০১৪ সালে সর্বকনিষ্ঠ হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান মামলা। সে সময় তার বয়স ছিল ১৭ বছর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে