চীন বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে কার স্বার্থে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস একটি প্রতিনিধি দলসহ চার দিনের সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটাই ড. মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর। তাই এই সফর ঘিরে বিশ্লেষকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাড়ে ১৫ বছরের একনায়কতান্ত্রিক স্বৈরশাসনের অবসানের পর পরিবর্তিত পরিপ্রেক্ষিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই পর্যবেক্ষক মহল ড. মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য চীন সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কারণ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট সরকার পতন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং নিরাপত্তা বিধান করেছে।