গণতন্ত্র সংকুচিত হওয়ায় সংকটের জন্ম
গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল’; যার অর্থ হলো, ‘গণতান্ত্রিক সরকার জনগণের অংশগ্রহণ, জনগণের দ্বারা ও জনগণের জন্য।’ আব্রাহাম লিংকন ১৮৬৩ সালের ১৯ নভেম্বর পেনসিলভেনিয়া স্টেটে তার দেয়া গেটিসবার্গ বক্তৃতায় গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন এভাবে। এটি সর্বজনবিদিত একটি সংজ্ঞা। গণতন্ত্রের মূলনীতি নিয়ে খুব সুনির্দিষ্টভাবে বলা যায়, গণতন্ত্রে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, রাজনৈতিক দল ও সংগঠনের বহুত্ববাদী ব্যবস্থা, ক্ষমতা পৃথকীকরণ ও শাখাগুলোর স্বাধীনতা থাকা জরুরি।