একজন শিক্ষক কখনোই তার কাজে সন্তুষ্ট হতে পারেন না
২০২৩ সালের ২৮ ডিসেম্বর ছিলো ভিউজ বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন। ওই দিন হোটেল সোনরগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ভিউজ বাংলাদেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছিলেন। আমরা জানি, গতকাল বৃহস্পতিবার আ আ ম স আরেফিন সিদ্দিক মৃত্যুবরণ করেছেন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে কিছুটা সংক্ষিপ্ত আকারে সাক্ষাৎকারটি পুনঃপ্রকাশ করা হলো। তার সাক্ষাৎকার নিয়েছেন অর্থনীতিবিষয়ক লেখক এম এ খালেক ও ভিউজ বাংলাদেশের সহকারী সম্পাদক গিরীশ গৈরিক।