Views Bangladesh Logo
author image

ফেরদাউস আরা বেগম

  • অর্থনীতিবিদ ও প্রধান নির্বাহী, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)

  • থেকে

ফেরদাউস আরা বেগম: অর্থনীতিবিদ ও প্রধান নির্বাহী, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)
বাজেটে এসএমই উদ্যোগ প্রসারের গ্রহণযোগ্যতা আরও বেশি হতে পারত
বাজেটে এসএমই উদ্যোগ প্রসারের গ্রহণযোগ্যতা আরও বেশি হতে পারত

বাজেটে এসএমই উদ্যোগ প্রসারের গ্রহণযোগ্যতা আরও বেশি হতে পারত

২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রায় ১২ শতাংশ অবদান রেখেছে এবং এ ক্ষেত্রে আগামী তিন বছরে ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির কথা বাজেটে বলা হয়েছে। এসএমই এবং মহিলা উদ্যোক্তাদের জন্য ঋণ বিতরণ সুবিধা বাড়ানো এবং তাদের জন্য ডাটাবেজ, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কথাও বলা হয়েছে। কর প্রস্তাবের ক্ষেত্রে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ের কথা বললেও বাস্তবে তা দেখা যায়নি।

বাজেট ২০২৫-২৬: বেসরকারি বিনিয়োগের স্থায়িত্ব নিয়ে কিছু প্রশ্ন
বাজেট ২০২৫-২৬: বেসরকারি বিনিয়োগের স্থায়িত্ব নিয়ে কিছু প্রশ্ন

বাজেট ২০২৫-২৬: বেসরকারি বিনিয়োগের স্থায়িত্ব নিয়ে কিছু প্রশ্ন

জিডিপি প্রবৃদ্ধি এবং ৮ শতাংশ হারে নিম্ন মুদ্রাস্ফীতি অর্জনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত সংকুচিত বাজেট প্রায় ৭ দশমিক ৯ ট্রিলিয়ন টাকা প্রণয়ন করা হয়েছে। ২৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের উচ্চ বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিবেচনায় নিয়ে একটি ভাসমান বিনিময় হার ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়া হয়েছে, কোনো কোনো পণ্যে বিদ্যমান ভ্যাট কিছুটা কমিয়ে ২০৩০ পর্যন্ত বাড়ানো হয়েছে, যা ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ প্রকাশ করে। বাংলাদেশ বর্তমানে এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের কালপর্বে রয়েছে। যদিও বাংলাদেশ কৃষিতে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে (৩ দশমিক ৩০ থেকে ১ দশমিক ৭৯ শতাংশ), বিনিয়োগ-জিডিপি অনুপাত কমে এসেছে (২৯ দশমিক ৩৮ শতাংশ), টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক নীতি আরোপের আশঙ্কার কারণেও প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। তা ছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বাধার জন্যও দেশটির অর্থনীতিতে অনিশ্চয়তা আছে।

বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত খুলে দিতে পারে
বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত খুলে দিতে পারে

বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত খুলে দিতে পারে

পৃথিবীর ১৫০টি দেশের মধ্যে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ চীন থেকে উল্লেখযোগ্য পরিমাণে কাঁচামাল আমদানি করে। ২০০২ সালে এই আমদানির পরিমাণ ছিল ১০ দশমিক ২ শতাংশ, বর্তমানে তা প্রায় ২৬.৪ শতাংশে উন্নীত হয়েছে। চীন থেকে আমদানি করা কাঁচামাল আমাদের রপ্তানি ও অন্যান্য শিল্পে ব্যবহৃত হচ্ছে। শুধু কাঁচামাল নয়, আমরা চীন থেকে প্রযুক্তি, যন্ত্রপাতিও আমদানি করি। চীনের সঙ্গে বাংলাদেশের নৈকট্য সম্পর্ক এবং প্রতিযোগিতামূলক বাজারে তুলনামূলক ক্রয়মূল্য কম পাওয়ায় দেশটি বাংলাদেশের জন্য অন্যতম কেন্দ্রীয় বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।

উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে ব্যাংক অর্থ সংগ্রহ করতে পারছে না
উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে ব্যাংক অর্থ সংগ্রহ করতে পারছে না

উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে ব্যাংক অর্থ সংগ্রহ করতে পারছে না

উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে ব্যাংক অর্থ সংগ্রহ করতে পারছে না

রাজনৈতিক পটপরিবর্তন হয় কিন্তু বাজার সিন্ডিকেটের বিলুপ্তি ঘটে না
রাজনৈতিক পটপরিবর্তন হয় কিন্তু বাজার সিন্ডিকেটের বিলুপ্তি ঘটে না

রাজনৈতিক পটপরিবর্তন হয় কিন্তু বাজার সিন্ডিকেটের বিলুপ্তি ঘটে না

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এখনো আড়াই মাস গত হয়নি। কাজেই এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব নয়। জাতীয় অর্থনীতি এবং রাজনীতেতে বিভিন্ন ধরনের জটিল সমস্যার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন।

টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সুস্থধারার ব্যাংকিং খাত প্রয়োজন
টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সুস্থধারার ব্যাংকিং খাত প্রয়োজন

টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সুস্থধারার ব্যাংকিং খাত প্রয়োজন

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) নির্বাহী পরিচালক ফেরদৌস আরা বেগম বলেছেন, দেশের টেকসই ও কার্যকর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সুস্থ ধারার ব্যাংকিং সেক্টরে কোনো বিকল্প নেই। ব্যাংকিং সেক্টরকে একটি দেশের অর্থনীতির লাইফ লাইন বলা হয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য সহজে ব্যাংক ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে।