বসন্ত আর প্রেমে মুখর বইমেলা
ছুটির দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। স্বভাবতই এদিন বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে। তবে এবার এদিন একই সঙ্গে ফাল্গুন ও ভালোবাসা দিবস হওয়ায় বইমেলা হয়ে উঠেছে লোকে-লোকারণ্য। সকাল থেকেই বইমেলায় প্রবেশমুখে ছিল বিশাল লাইন। দর্শনার্থীদের অধিকাংশই তরুণ-তরুণী। তরুণদের পরনে লাল, নীল, সাদা বাহারি রঙের পাঞ্জাবি। তরুণীদের পরনে বিভিন্ন রঙের শাড়ি, ব্লাউজ, রঙ-বেরঙের চুড়ি। খোঁপায় সাদা-লাল ফুলের মালা। হাতে ফুলের তোড়া, মাথায় ফুলের ব্যান, গলায় ফুলের মালা। তরুণ-তরুণীরা একে অপরের হাত ধরে হাঁটছেন, গল্পে মেতে উঠছেন আর ছবি তুলছেন।