Views Bangladesh Logo
author image

শাহাদাত হোসেন তৌহিদ

  • অ্যাডিটরিয়াল অ্যাসিসট্যান্ট

  • থেকে

শাহাদাত হোসেন তৌহিদ: অ্যাডিটরিয়াল অ্যাসিসট্যান্ট
বসন্ত আর প্রেমে মুখর বইমেলা
বসন্ত আর প্রেমে মুখর বইমেলা

বসন্ত আর প্রেমে মুখর বইমেলা

ছুটির দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। স্বভাবতই এদিন বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে। তবে এবার এদিন একই সঙ্গে ফাল্গুন ও ভালোবাসা দিবস হওয়ায় বইমেলা হয়ে উঠেছে লোকে-লোকারণ্য। সকাল থেকেই বইমেলায় প্রবেশমুখে ছিল বিশাল লাইন। দর্শনার্থীদের অধিকাংশই তরুণ-তরুণী। তরুণদের পরনে লাল, নীল, সাদা বাহারি রঙের পাঞ্জাবি। তরুণীদের পরনে বিভিন্ন রঙের শাড়ি, ব্লাউজ, রঙ-বেরঙের চুড়ি। খোঁপায় সাদা-লাল ফুলের মালা। হাতে ফুলের তোড়া, মাথায় ফুলের ব্যান, গলায় ফুলের মালা। তরুণ-তরুণীরা একে অপরের হাত ধরে হাঁটছেন, গল্পে মেতে উঠছেন আর ছবি তুলছেন।

গোলাপ, তরুণ-তরুণীদের উল্লাস ও রং-বেরঙের সাজসজ্জায় মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ
গোলাপ, তরুণ-তরুণীদের উল্লাস ও রং-বেরঙের সাজসজ্জায় মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ

গোলাপ, তরুণ-তরুণীদের উল্লাস ও রং-বেরঙের সাজসজ্জায় মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ

বইমেলার অন্যান্য দিনের তুলনায় সাধারণত ছুটির দিনে (শুক্রবার-শনিবার) লেখক, পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠলেও মেলার সপ্তম দিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ছিল অনেকটা নিষ্প্রাণ; কিন্তু বিকাল ৪টার পর থেকে দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ।

মেলায় সাড়া ফেলেছে অধ্যাপক আব্দুর রাজ্জাকের ‘ভারতের রাজনৈতিক দল’
মেলায় সাড়া ফেলেছে অধ্যাপক আব্দুর রাজ্জাকের ‘ভারতের রাজনৈতিক দল’

মেলায় সাড়া ফেলেছে অধ্যাপক আব্দুর রাজ্জাকের ‘ভারতের রাজনৈতিক দল’

অমর একুশে বইমেলা-২০২৫-এ এখন পর্যন্ত বিক্রির শীর্ষে যেসব বই রয়েছে তার মধ্যে অন্যতম অধ্যাপক আব্দুর রাজ্জাকের লেখা ‘ভারতের রাজনৈতিক দল’। বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

বইমেলায় বই কেনার চেয়ে ছবি তোলায় বেশি আগ্রহ
বইমেলায় বই কেনার চেয়ে ছবি তোলায় বেশি আগ্রহ

বইমেলায় বই কেনার চেয়ে ছবি তোলায় বেশি আগ্রহ

বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৫-এর চতুর্থ দিন বুধবার (৫ ফেব্রুয়ারি)। মেলায় দর্শনার্থীর সংখ্যা ধীরে ধীরে বাড়লেও ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। বইমেলার অধিকাংশ স্টলকর্মী বই বিক্রিতে হতাশার কথা জানিয়েছেন।

বইমেলায় নজর কেড়েছে গণঅভ্যুত্থানের স্লোগানগুলো
বইমেলায় নজর কেড়েছে গণঅভ্যুত্থানের স্লোগানগুলো

বইমেলায় নজর কেড়েছে গণঅভ্যুত্থানের স্লোগানগুলো

অমর একুশে বইমেলা ২০২৫ এ দর্শনার্থীদের কাছে দারুণ নজর কেড়েছে ২০২৪ সালে ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণঅভ্যুত্থানের বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টারগুলো। শাহবাগ মোড় থেকে শুরু করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন পয়েন্টে গণঅভ্যুত্থানের স্লোগান সংবলিত পোস্টারগুলো সাঁটাতে দেখা যায়।

‘হায়দার কখনো কট্টরপন্থার অনুসারী ছিলেন না’
‘হায়দার কখনো কট্টরপন্থার অনুসারী ছিলেন না’

‘হায়দার কখনো কট্টরপন্থার অনুসারী ছিলেন না’

বিশিষ্ট সাংবাদিক সোহরাব হাসান বলেছেন, ‘হায়দার আকবর খান রনো কখনো কট্টরপন্থার অনুসারী ছিলেন না। তিনি ভিন্ন মেরুর বামপন্থী নেতাদের একসঙ্গে বসিয়ে আলোচনার পথ খুলে দিতে সচেষ্ট ছিলেন। বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে রনোর ভূমিকা ছিল প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ’।