মহান মুক্তিযুদ্ধ: সাধু সুধারাম ও তার বিশ ভক্তকুলকে হত্যা
শ্রী শ্রী সুধারাম বাবা এক হিন্দু সাধক। পুরান ঢাকার মানুষের কাছে তিনি বেশ পরিচিত হলেও সারা দেশে রয়েছে তার অগনিত ভক্ত-শিষ্য। হিন্দু সাধক হলেও মুসলমানদের কাছেও তিনি শ্রদ্ধার। তার সম্পর্কে কোনো পুস্তক না থাকলেও স্থানীয়দের মুখে মুখে অনেক কথা প্রচলিত রয়েছে। পুরান ঢাকার লোকমুখে শোনা যায়, ১৯৫০-৫২ সালের দিকে তিনি সূত্রাপুরে আসেন। কোথায় তার জন্ম, কোত্থেকে এলেন কেউ জানতেন না। তার কোনো ঘর-বাড়ি ছিল না। ভক্তরাই তাকে আশ্রয় দিতেন বা নিয়ে যেতেন। যাকে তার পছন্দ হতো তার বাড়িতে তিনি থাকতেন। এভাবে পুরান ঢাকার বিভিন্ন বাড়িতে তিনি থাকতেন। অধিকাংশ সময় থেকেছেন সূত্রাপুরে শ্রীধাম পাল নামে এক ভক্তের বাড়িতে। সেই বাড়িতে গড়ে ওঠে সুধারাম বাবার আশ্রম।