Views Bangladesh

Views Bangladesh Logo
author image

ড. মোহাম্মদ আবদুল মজিদ

  • সাবেক সচিব
  • বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ থেকে
সরকারের সাবেক সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং প্লানিং কমিশনের সাবেক সদস্য।
উন্নয়নশীল উন্নয়ন পরিকল্পনা
উন্নয়নশীল উন্নয়ন পরিকল্পনা

স্মার্ট বাংলাদেশ

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

উন্নয়নশীল উন্নয়ন পরিকল্পনা

টেকসই উন্নয়নের জন্য উন্নয়নশীল পরিকল্পনার প্রভাবক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা থেকে যেমন কাজের উৎপত্তি, বৃক্ষের পরিচয় যেমন তার ফলে- তেমনি পরিকল্পনার উদ্দেশ্য বিধেয়র মধ্যে অর্থবহ উন্নয়নে সদিচ্ছার সংশ্লেষ থাকলেই বলা যাবে সে উন্নয়নে সুফল মিলবেই। সে নিরীখে এভাবে যদি আমরা ভাবি, একটি জাতির দূরদর্শী পরিকল্পনায় ত্রুটি বা সীমাবদ্ধতা থাকলে উপযুক্ত উপাদনের অভাব হেতু সেখানে যদি কোনো বিচ্যুতি ঘটে, তাহলে উন্নয়ন ভিন্নমুখী হয়ে যেতে পারে।