Views Bangladesh Logo
author image

নাসরীন জাহান

  • কথাশিল্পী

  • থেকে

নাসরীন জাহান: কথাশিল্পী
নারীর আজকের অবস্থান ঐতিহাসিক ধারাবাহিকতার ফল
নারীর আজকের অবস্থান ঐতিহাসিক ধারাবাহিকতার ফল

নারীর আজকের অবস্থান ঐতিহাসিক ধারাবাহিকতার ফল

এখন অনেক মেয়েদের মধ্যেও পুরুষশাসিত মনোভাব ঢুকে গেছে। এমন কি আমাদের দুজন নারী একাধিকবার প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও এ দেশের নারীদের তেমন কল্যাণ হয়নি। এর কারণ ওই দুজন নারীও আসলে পুরুষতান্ত্রিক। তাদের অবয়বটা নারীর; কিন্তু মস্তিষ্কটা পুরুষের এবং আমাদের অনেক ক্ষমতাবান নারীও এই পুরুষতান্ত্রিক মানসিকতার। তাই দুচারজন নারীর ক্ষমতা দিয়ে সর্বসাধারণ নারীর অবস্থান বিচার করা যাবে না। আমাদের সাধারণ নারীরা আজও অবহেলা, বঞ্চনা ও নানা নিপীড়নের শিকার। এখন বরং দিন দিন আরও বাড়ছে।