Views Bangladesh Logo
author image

রাশেদ খান মেনন

  • বর্ষীয়ান রাজনীতিবিদ

  • থেকে

রাশেদ খান মেনন: বর্ষীয়ান রাজনীতিবিদ ও সভাপতি, ওয়ার্কার্স পার্টি
ঈদ আনন্দে কৃত্রিমতা চলে এসেছে
ঈদ আনন্দে কৃত্রিমতা চলে এসেছে

ঈদ আনন্দে কৃত্রিমতা চলে এসেছে

আমার মতো বয়সীদের কাছে আমাদের শৈশবের ঈদ এবং আজকের ঈদের মধ্যে আকাশ-পাতাল তফাত। ছোটবেলায় ঈদের সবচেয়ে বড় আনন্দ ছিল চাঁদ দেখা। এটা আজকাল উঠেই গেছে। সবাই দল বেঁধে ঈদের চাঁদ দেখার জন্য বাড়ির ছাদে গিয়ে জড়ো হতাম। তারপর কে চাঁদ আগে দেখেছে, এ নিয়ে ঝগড়া হতো ভাই-বোনদের মধ্যে।