কবি আসাদ চৌধুরী স্মরণে
বাংলা ভাষার প্রখ্যাত কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী আমাদের ছেড়ে অসীম শূণ্য়তায় পাড়ি দিয়েছেন। তিনি শুধু আমার বড় ভাই ছিলেন
না, ছিলেন আমার সহকর্মী। আমি জানি, তিনি যেমন মাটির মানুষ ছিলেন, ছিলেন মাটির কবি। আসাদ চৌধুরী পঞ্চপান্ডবদের পরবর্তী আধুনিক বাংলা কবিতায় এক অনিবার্য নাম।
তিনি বাংলা ভাষার ষাটের দশকের কবিতা আন্দোলনের কীর্তিমান পুরুষ। তাঁর কবিতায় বাংলার প্রকৃতি, সাধারণ মানুষের জীবনবোধ ও বাংলাদেশের সংগ্রামী
ঐতিহ্য অসাধারণ স্বাতন্ত্র্যে ভাস্বর হয়েছে। কবিতার পাশাপাশি তিনি প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ, আত্মজীবনী, ভ্রমণকাহিনিসহ বিচিত্র সাহিত্যক্ষেত্রে অবদান রেখেছেন। বড় ভাই আসাদ
চৌধুরীর সঙ্গে আমার এত স্মৃতির ঝাঁপি
আছে, আর সেই স্মৃতির ঝাঁপিগুলো খুললেই আমার মন খুব ভারাক্রান্ত হয়ে যাবে। তাই আজ আমি তাঁর কবিতা নিয়ে আলোচানা করব।