কবরস্থানই এখন পাখিদের অভয়ারণ্য
পাখি এবং বন্য প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে সরকারি হিসাব অনুযায়ী ১২টি অভয়ারণ্য থাকার কথা। তবে প্রকৃতপক্ষে অভয়ারণ্য বলতে যা বুঝায়, তা পরিপূর্ণভাবে আজও গড়ে ওঠেনি। যার ফলে, কবরস্থানগুলোই এখন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল। রাজধানীর কয়েকটি কবরস্থান ঘুরে দেখা যায় এমন চিত্র। বড় গাছের ডালে ডালে বসে আছে শালিক, ঘুঘু, ময়না, চড়ুই ও বেনে বউ। আবার একই সঙ্গে দেখা মেলে শকুন, বাজ এবং পেঁচার মতো শিকারি পাখি। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বন অধিদপ্তরের কাছে রাজধানীর বিভিন্ন কবরস্থানে কী ধরনের বন্যপাখি আছে, তার কোনো জরিপ নেই।