ঈদকে সামনে রেখে কোটি টাকার মেহেদি পাতার ব্যবসা
ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের বাসিন্দা আবুল বাশার ১০ বিঘা জমিতে মেহেদি চাষ করেছেন। এতে তার সর্বসাকল্যে খরচ হয়েছে ১ লাখ টাকা। তবে, ঈদের আগে তিন থেকে চার দিনে এই মেহেদি পাতা বিক্রি করে তার আয় হবে লক্ষাধিক টাকা। তিনি জানান, শ্রমিকের মজুরি, জমি তৈরির খরচ ও কীটনাশকসহ সব খরচ বাদ দিলেও রোজার এক মাসে মেহেদি পাতা বিক্রি করে অন্তত ৩ লাখ টাকা লাভ করবেন তিনি। গত বছরও এরকমই লাভ করেছিলেন তিনি।