ভারত নাকি নিউজিল্যান্ড, কে হবে চ্যাম্পিয়ন?
আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। ওয়ানডে ক্রিকেটের সেরা ৮ দলের এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী মঞ্চে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুটি দলই উঠেছে ‘এ’ গ্রুপ থেকে। যেখানে ছিল বাংলাদেশও। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারায় ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ রানে জিতেছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে সেরা পারফরম্যান্স শো করে যোগ্য দল হিসেবেই ফাইনালের টিকিট কেটেছে দুদল। এখন অপেক্ষা- চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ী কে হবে, ভারত নাকি নিউজিল্যান্ড তা দেখার।