চলচ্চিত্র ও ওয়েব সিরিজের জন্য আইএমডিবি রেটিং কেন গুরুত্বপূর্ণ?
আমরা যখন ছোটবেলায় ক্যাসেট এনে ভিসিআরে ছবি দেখতাম, তখন আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না কোন ছবিটা কেমন? এর কারণ তখন ছবিই দেখতাম হাতে গোনা দু-চারটি, আর যেসব ছবি দেখতাম, তা আগে থেকেই বাজারে চাউড় থাকত, পাড়ার মোড়ে মোড়ে অডিও-ভিডিও দোকানে ছবিগুলোর গান বাজত, লোকের মুখে মুখে ছবির গল্প ঘুরত। বলার অপেক্ষা রাখে না, তখন হিন্দি ছবিই দেখতাম বেশি। হলিডের দু-চারটা মারদাঙ্গা ছবি দেখলেও সেগুলো থাকত খুব পরিচিত। ফলে দেখার জন্য কারও মুখে শুনে আর ছবি বাছাই করার ঝক্কি ছিল না।