Views Bangladesh Logo

দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হার বাংলাদেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ। অন্যদিকে টেস্টখেলুড়ে কোনো দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় জয়।

মঙ্গলবার (২১ মে) প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট জুটিতে ৩৪ রান তুলেছিল বাংলাদেশ। তবে এই ৩৪ রানের মাথায় আউট হন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। তাদের বিদায়ের পর মাত্র ৬ ওভারের মধ্যে আরও দুটি উইকেট পড়ে টাইগারদের। তাদের মধ্যে একজন হলেন দলনেতা নাজমুল শান্ত আরেকজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারা দুজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

এমন পরিস্থিতিতে উইকেটে দাঁড়িয়ে যান তৌহীদ হৃদয় ও মাহামুদউল্লাহ। দুজন মিলে গড়েন ৬৭ রানের জুটি।

শেষ পর্যন্ত হৃদয়ের ৫৮ ও মাহামুদুল্লাহর ৩১ রানে ভর করে দেড় শ ছড়ানো স্কোর পায় বাংলাদেশ। ২০ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট ১৫৩ রান।

জবাবে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংস বড় করতে পারেননি স্বাগতিকদের দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল এবং স্টিভেন টেইলর। কারণ ১০ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

তবে তৃতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রিস গাউসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন টেইলর। ১৮ বলে ২৩ রানে গাউস আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন টেইলর। তবে মোস্তাফিজের কাটারে পরাস্থ হয়ে সাজঘরে ফেরেন তিনি। বিদায়ের আগে তিনি করেন ২৯ বলে ২৮ রান। ফিজের দ্বিতীয় শিকার অ্যারন জোন্সও। তিনি তো দুই অঙ্কের ঘরে যেতেই পারেননি, করেন মাত্র ৪ রান।

এরপর ব্যাট হাতে নেমে দলীয় বিপর্যয় সামাল দেন কোরি অ্যান্ডারসন এবং নিতিশ কুমার। তাদের জুটি বিপজ্জনক হয়ে উঠার আগেই মাত্র ১০ রানে নিতিশকে ফেরান শরীফুল। এতে জয়ের জন্য কঠিন সমীকরণের সামনে পড়ে স্বাগতিকরা। কারণ জয়ের জন্য শেষ পাঁচ ওভারে তাদের দরকার দাঁড়ায় ৬০ রান। এরপর ঝোড়ো গতির ইনিংস খেলেন সাতে নামা হারমীত সিং। তার ১৩ বলে ৩৩ ও অ্যান্ডারসনের ৩৪ রানে ৫ উইকেট হাতে রেখে ১৯ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ