Views Bangladesh Logo

ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব

অস্ট্রেলিয়া-লেবানন ম্যাচের জন্য দল ঘোষণা বাংলাদেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

জুনে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ জন্য স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার নেতৃত্বে ২৭ সদস্যের দল যোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবারের ঘোষিত এই দলে সুযোগ পেয়েছেন চোট কাটিয়ে ফেরা ফরোয়ার্ড শেখ মোরসালিন ও ডিফেন্ডার তারিক কাজী। অন্যদিকে বাদ পড়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার জায়গায় তৃতীয় গোলরক্ষক হিসেবে নেয়া হয়েছে মোহামেডানের হয়ে দারুণ পারফর্ম করা সুজন হোসেনকে।

আগামী ৬ জুন বিকেল পৌনে ৪টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১১ জুন কাতারের দোহায় লেবাননের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক রহমান কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি।

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ