Views Bangladesh Logo

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় বিএসএফের গুলিতে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩০ মার্চ) ভোররাতে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সীমান্ত এলাকায় ৯১৩ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরলী ও তার সঙ্গীসহ অন্তত ১০ থেকে ১২ জন গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সে সময় বিএসএফ গুলি চালালে দুইজন মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গীরা তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। এরপরে চিকিৎসার জন্য তাদেরকে রংপুরে নেয়ার সময় পথিমধ্যে মুরলীর মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত মুরলীর বাড়ি কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে। তার বাবা মৃত সুনীল চন্দ্র রায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ আজ সকালে আমরা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। গুলিবিদ্ধ আরেকজন রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ