২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ভিসা পাবেন বাংলাদেশিরা: হাইকমিশনার
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, অনলাইনে আবেদন জমা দেয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে পাকিস্তানের ভিসা পাবেন বাংলাদেশি ব্যবসায়ী, পর্যটক, শিক্ষার্থীসহ সবাই।
‘বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান চলাচল আগামী আগস্টের মধ্যে ফের শুরুর আশা করা হচ্ছে। যেন দুই বন্ধুপ্রতীম দেশের ব্যবসায়ীসহ জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়’- বলেন তিনি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আরসিসিআই) সাথে মতবিনিময়কালে পাকিস্তানি হাইকমিশনার জানান, তার দেশে পাট ও পাটজাত পণ্যের মতো বাংলাদেশি পণ্যের ভালো চাহিদা রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানে তাদের পণ্যের চাহিদা যাচাইয়েরও অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশি ব্যবসায়ীরা পাকিস্তানে বাণিজ্য মেলায় অংশ নিয়ে তাদের পণ্যের বাজার তৈরি করুন’।
স্বাগত বক্তব্যে আরসিসিআই সভাপতি মো. আকবর আলী বলেন, পাকিস্তান থেকে খেজুর, কমলা ও অন্য ফলসহ কৃষিপণ্য আমদানি এবং কৃষিপণ্য, পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য পাকিস্তানে রপ্তানি বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে যতো পণ্য রপ্তানি হয়, তার দশগুণ বেশি বাংলাদেশে রপ্তানি করে পাকিস্তান।
দুদেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে রংপুর বিভাগে বিনিয়োগ এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনে পাকিস্তানি শিল্পপতিদের প্রতি আহ্বান জানান মো. আকবর আলী।
মতবিনিময় সভায় অংশ নেন সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য, আমদানিকারক এবং রপ্তানিকারকরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে