বাংলাদেশের শিল্পসম্পদ বিশ্বমঞ্চে স্থান পাওয়ার যোগ্য: ক্লেয়ার হিন্ডেল
ওয়ার্ল্ড আর্ট ফাউন্ডেশনের (ডব্লিউএএফ) প্রতিষ্ঠাতা পরিচালক ক্লেয়ার হিন্ডেল বলেছেন, ‘বাংলাদেশের শিল্পসম্পদ বিশ্বমঞ্চে স্থান পাওয়ার যোগ্য। বিশ্বজুড়ে এদেশের শিল্পীদের অনেক কাজ করার আছে’।
শিল্পের গুরুত্বে জোর দিয়ে ক্লেয়ার বলেন, ‘সবাই, আপনি শিল্পীদের সমর্থন করছেন, আপনি জাদুঘরকে সমর্থন করছেন, আপনি যে সম্প্রদায়ের মধ্যে সংগৃহীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় তাদের সমর্থন করছেন’।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারার গার্ডেন গ্যালারিতে গ্যালারি কসমসের অনুষ্ঠানে ছিলেন ক্লেয়ার হিন্ডেল।
বাংলাদেশের শিল্পদৃশ্য সম্পর্কে গ্যালারি কসমসের সাথে তার অন্তর্দৃষ্টি ভাগ করে এ দেশের অসাধারণ সম্পদ এবং বিশ্বজুড়ে মানুষকে সংযুক্তির নানা উপায় তুলে ধরেন তিনি।
কসমস ফাউন্ডেশন ও গ্যালারি কসমসের নির্বাহী পরিচালক নাহার খান বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সমর্থনে আমরা নিবেদিতপ্রাণ’।
‘আমরা বাংলাদেশ এবং তার বাইরের উদীয়মান ও প্রতিষ্ঠিত শিল্পীদের জন্য শিল্পী বিনিময়, কর্মশালা এবং বিশ্বজুড়ে প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মতো উদ্যোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছি- বলেন তিনি।
নাহার খান বলেন, ‘বাংলাদেশের সমসাময়িক শিল্পের অবিশ্বাস্য প্রাণবন্ত এবং গতিশীল দৃশ্য রয়েছে, যেখানে শিল্পীরা ক্রমাগত সীমানা অতিক্রম ও নতুন মাধ্যম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এবং স্থানীয় ও বিশ্বজুড়ে প্রতিধ্বনিত গল্প বলেন’।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড আর্ট ফাউন্ডেশনের সদস্যপদ কর্মসূচির উদ্বোধন করেন হিন্ডেল, যা ৪৮টি দেশে ২৮০টি ফাউন্ডেশনে উন্নীত হয়।
কসমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, ‘নেতৃত্বের অগ্রগতিতে, বিশেষ করে শিল্পকলায় নারীদের জন্য ক্লেয়ারের কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং আমরা প্রথমবারের মতো বাংলাদেশে তাকে আমাদের সাথে পেয়ে আনন্দিত’।
গ্যালারি কসমসের পরিচালক তেহমিনা এনায়েত জানান, গ্যালারিটি ৩০ বছরেরও বেশি সময় ধরে সক্রিয়। বিভিন্ন শিল্প উদ্যোগের আয়োজন করে এটি।
‘আমরা বিশ্বজুড়ে শিল্পীদের স্বাগত জানিয়ে অসংখ্য দেশের সাথে বিনিময় কর্মসূচি পালন করছি। আমাদের গ্যালারি শিল্প ও শিল্পীদের সমর্থন এবং প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ’- বলেন তিনি।
ক্লেয়ারকে বাংলাদেশে পেয়ে আনন্দ প্রকাশ করে কসমস ফাউন্ডেশনের সভাপতি ড. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘এই ধরনের আনন্দময় অনুষ্ঠানে যাওয়া মোটেও বোকামি নয়, বরং আমি যে জীবনধারার মধ্য দিয়ে বেড়ে উঠেছি তারই অংশ’।
অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত আন্দ্রে কার্স্টেন্স, কসমস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান, কসমস গ্যালারির শিল্পী জামাল আহমেদ, বিশ্বজিৎ গোস্বামী, মাহবুবুর রহমান, তাইয়েবা বেগম লিপি, সৌরভ চৌধুরী এবং ফারুক সোবহান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে