Views Bangladesh Logo

গ্রাহক বৃদ্ধির হারে শীর্ষে বাংলালিংক, বেড়েছে আয়ও

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪ সালের প্রথম প্রান্তিকে গ্রাহক ও আয় বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলালিংকের আয় গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

মোট গ্রাহক সংখ্যা ও ফোর-জি’র গ্রাহক সংখ্যা বৃদ্ধির ফলে বাংলালিংকের এই উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে। এ ছাড়াও এর পেছনে অবদান রেখেছে দ্রুত গতির ইন্টারনেট, নেটওয়ার্ক সম্প্রসারণ ও বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা, যেগুলো প্রতিনিয়ত গ্রাহকদের জীবনমানকে আরও সহজ করে তুলেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, মার্চ ২০২৪ সাল নাগাদ বাংলালিংকের গ্রাহক সংখ্যা এক বছরের ব্যবধানে ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৪৪ লাখে পৌঁছেছে।

উল্লেখ্য, গত এক বছরে গ্রাহক সংখ্যা বৃদ্ধির হারে দেশের সকল অপারেটরগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলালিংক।

ভিওনের এই প্রতিবেদন অনুযায়ী বাংলালিংকের ফোর-জি গ্রাহক সংখ্যা ২০২৩ সালের ১ কোটি ৭০ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখে, যা ২৩ শতাংশেরও বেশি। এই অভূতপূর্ব প্রবৃদ্ধি দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ ও উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে বাংলালিংকের জাতীয় অপারেটর হয়ে ওঠার প্রতিশ্রুতিরই প্রতিফলন।

প্রেস রিলিজে আরও বলা হয়, “ফোর-জি ফর অল” ভিশনের অধীনে দেশব্যাপী ফোর-জি কভারেজ ও গ্রাহক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবেও নিজের অবস্থান ধরে রেখেছে বাংলালিংক। গত চার বছরে টানা আট বার দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট প্রদানকারী টেলিকম অপারেটর হিসেবে ওকলা ® স্পিড টেস্ট অ্যাওয়ার্ড ™ জিতেছে প্রতিষ্ঠানটি।

ভিওন-এর ডিজিটাল অপারেটর ১৪৪০ মডেলের সাথে সামঞ্জস্য রেখে বাংলালিংকের ডিজিটাল অপারেটর কৌশল সাজানো হয়েছে। যা বাংলাদেশে উদ্ভাবনী ডিজিটাল সেবার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়াও স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিল পে ও বিনোদনের মতো সকল প্রয়োজনীয় সেবা একটি প্ল্যাটফর্ম থেকে দেয়ার ফলে মাইবিএল সুপার অ্যাপ দেশের প্রথম টেলকো সুপার অ্যাপ হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। এই সুপার অ্যাপের মাসিক সক্রিয় গ্রাহক সংখ্যা বর্তমানে ৮০ লাখেরও বেশি।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ‘বাংলালিংকের গ্রাহক সংখ্যা ও আয় বৃদ্ধিই বলে দেয় গ্রাহকরা দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি ইন্টারনেট সেবাদাতা অপারেটররের ওপর আস্থা রেখেছে। ডিজিটাল অপারেটর ১৪৪০ কৌশলের ওপর আস্থা রেখে দিনের প্রতিটি মিনিটে গ্রাহকের জন্য প্রয়োজনীয় সেবা নিয়ে হাজির থাকার চেষ্ঠার ফলেই এসেছে এই সাফল্য। নেটওয়ার্ক সম্প্রসারণ ও ডিজিটাল সেবার মান বৃদ্ধিতে বিনিয়োগ এক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে, যা স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১-এর সাথেও দারুণভাবে সংগতিপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ডিজিটাল সেবা একটি বিকাশমান পর্যায়ে রয়েছে। তাই এই খাতের প্রবৃদ্ধির বিষয়ে আমরা আশাবাদী। বাংলালিংকের গ্রাহক ও অংশীজনদের প্রতিনিয়ত আমাদেরকে সমর্থন করে যাওয়ার জন্য জানাই কৃতজ্ঞতা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ