সরে দাঁড়ালেন বাইডেন, কমলা হ্যারিসকে সমর্থন
যুক্তরাষ্ট্রে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন তিনি।
বয়সের ভারে দুর্বল হয়ে পড়া প্রেসিডেন্ট বাইডেনের ওপর সম্প্রতি নিজ ডেমোক্র্যাট দল থেকেই নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ জোরদার হচ্ছিল।
প্রতিপক্ষ প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত জুনে মুখোমুখি বিতর্কে খারাপ ফল করার পর থেকেই তার ওপর সরে যাওয়ার নিয়ে চাপ সৃষ্টি হয়। এর মধ্যে গত সপ্তাহে বাইডেন নতুন করে কোভিড আক্রান্ত হওয়ার পর সে চাপ আরও জোরদার হয়।
ক্রমাগত চাপের মুখে বাইডেন রোববার (২২ জুলাই) সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, দল ও দেশের স্বার্থেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বাইডেন সরে যাওয়ায় এখন নির্বাচনে প্রেসিডেন্ট পদে সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসাবে রইলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে, তার প্রতিপক্ষ প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বেশির ভাগ ডেমোক্র্যাটেরই সমর্থন পাচ্ছেন কমলা হ্যারিস।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনও সমর্থন দিয়েছেন কমলা হ্যারিসকে। হ্যারিস এতদিন বাইডেনকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সমর্থন দিয়ে এসেছেন। তবে তাকে অনুরোধ জানানো হলে তিনি প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে