Views Bangladesh Logo

রাফায় হামলা চালালে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়া হবে : বাইডেন

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালালে ইসরায়েলকে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে তিনি গাজায় মার্কিন বোমা ফেলে বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, যদি তারা রাফায় অভিযান চালাতে যায়, তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করবো না।

তিনি আরও বলেন, আমাদের যেসব অস্ত্র ও কামানের গোলাগুলি ব্যবহৃত হয়েছে তা সরবরাহ করতে যাচ্ছি না।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছিল, তারা রাফায় ইসরায়েলি অভিযান চালানোর আশঙ্কায় বোমার চালান স্থগিত করে দিয়েছে।

এ সকল বোমার কারণে গাজায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আপত্তিকে উপেক্ষা করে এরইমধ্যে রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে মঙ্গলবার ভোরে মিশরের সাথে একমাত্র সীমান্ত পারাপার পয়েন্টটি দখল করে নেয় তারা।

সীমান্ত পারাপার পয়েন্ট দখলে বিষয়টি নিশ্চিত করে বাইডেন সিএনএনকে বলেন, ‘মিশরের জন্য এটা এই মুহূর্তে সমস্যা সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে কঠোর পরিশ্রম করেছি। কারণে তাদের মঙ্গে আমাদের সম্পর্ক আছে।‘

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। ওই দিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত তাদের এ হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ