Views Bangladesh

Views Bangladesh Logo

দুর্নীতির মামলায় মেজর মান্নানের জামিন

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

দুর্নীতির মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে গত রোববার (৩১ মার্চ) তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঐদিনই বিচারক তার জামিন মঞ্জুর করেন।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০ কোটি ২২ লাখ ৩ হাজার ৬৩০ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং ঋণগ্রহীতা মো. রফিক উদ্দিনসহ মোট ১৫ জনের নামে ২০২৩ সালের ১২ এপ্রিল ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ