Views Bangladesh

Views Bangladesh Logo

দেশের তিন মোবাইল অপারেটর পেল একীভূত লাইসেন্স

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ১১ মার্চ ২০২৪

দেশের তিন মোবাইল অপারেটর (টেলিটক-গ্রামীণফোন-রবি) কোম্পানিকে একীভূত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর ফলে মোবাইল অপারেটররা এখন থেকে এক লাইসেন্সের আওতায় ফাইভজিসহ সব ধরনের ওয়্যারলেস মোবাইল সেবা গ্রাহকদের দিতে পারবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এই লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তথ্য প্রযুক্তির ব্যবহার করে স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে টেলিটক, রবি ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ