ইউনূস-শলৎজের বৈঠক
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভার সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের মধ্যে এই বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ডব্লিউইএফের বার্ষিক সভায় যোগ দিতে বর্তমানে চারদিনের সফরে সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।
এই ফোরামের সাইডলাইনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, বেলজিয়ামের রাজা ফিলিপ ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে