মুক্তিযুদ্ধ নিয়ে 'বিতর্কিত প্রবন্ধ' প্রত্যাহার ছাত্র সংবাদ কর্তৃপক্ষের
মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশিত একটি 'বিতর্কিত প্রবন্ধ' প্রত্যাহার করে নিয়েছে ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’।
একইসঙ্গে প্রকাশনা কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করা হয়। বুধবার রাত ৮টার দিকে পত্রিকার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।
ছাত্র সংবাদের পোস্টে বলা হয়, ঐতিহ্যগতভাবে ‘ছাত্র সংবাদ’ মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাহিকতায় গত ডিসেম্বর’২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।
এতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ‘ছাত্র সংবাদ’ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সাথে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।
সম্প্রতি ছাত্র সংবাদ ম্যাগাজিনের ডিসেম্বর (২০২৪) সংখ্যায় জনৈক আহমেদ আফঘানির লেখা নিবন্ধে বলা হয়, 'অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করুন।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে