গ্রেপ্তার মিল্টন সমাদ্দার, ‘অনিয়ম-অভিযোগ’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ
মিরপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ বলছে, তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও অনিয়মের বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করা হবে।
বুধবার (১ মে) সন্ধ্যায় মিরপুর থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা হারুন।
সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার।
গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তার অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরমধ্যেই তাকে গ্রেপ্তারের খবর দিল ডিবি।
ডিএমপির ডিবিপ্রধান হারুন জানান, মূলত সংবাদমাধ্যমে মিল্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের পর রিমান্ডে এনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি বলেন, “তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। আমরা সব অভিযোগের পুঙ্খানুপুঙ্খু তদন্ত করব।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে