Views Bangladesh Logo

বৃহস্পতিবার পটুয়াখালী এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তিনি পটুয়াখালীতে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রথম দিকে তিনি পটুয়াখালী যেতে পারেন। আগামী বৃহস্পতিবার তিনি পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন।

তিনি আরও বলেন, উপকূলে বাঁধ নির্মাণের কাজ বিভিন্ন সরকারের সময় হয়েছে। বাঁধ নির্মাণে কোন গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বড় প্রাকৃতিক দুর্যোগ বাঁধ ভাঙবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না।

জানা গেছে, ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় জেলাগুলোতে ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। এতে সারাদেশে ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং অন্তত ১২ জন মারা যায়।

এ ছাড়াও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। তা ছাড়াও ২ কোটি ৭০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড়ের কারণে ৪৫টি জেলায় মোবাইল সেবা বিঘ্নিত হচ্ছে। যা পুনরুদ্ধারে কমপক্ষে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছেন মোবাইল অপারেটরগুলো।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ