ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আটক
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ।
গতকাল (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হারুন-উর-রশিদ।
ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়ায় তাকে আটক করা হয়েছে বলে জানান ডিবি প্রধান।
ব্যারিস্টার পার্থ সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেয়ায় তাকে আটক করা হতে পারে বলে তার পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে