Views Bangladesh Logo

কাতারকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেওয়ার আলাপ হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

কাতার চাইলে কোনো একটি অর্থনৈতিক অঞ্চলে তাদের বরাদ্দ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২১ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ঢাকা সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কাতারের আমিরের সফরে মোট ১১টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা। যে ৬টি চুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বন্দি বিনিময়, বাণিজ্য-বিনিয়োগ, দ্বৈত কর প্রত্যাহার, শুল্ক সুবিধা দেওয়ার জন্য সহযোগিতা প্রভৃতি। এছাড়া যে ৫টি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে কাতারে জনশক্তি রপ্তানি, বন্দর ব্যবস্থাপনা সহযোগিতা, উভয় দেশের কূটনীতিকদের প্রশিক্ষণ-উচ্চশিক্ষা সহযোগিতা।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু সৌদি আরবের সাথে আমাদের রেফার্ড পেমেন্টে (এক বছরের বাকিতে) তেল কেনার চুক্তি রয়েছে, কাতারের আমিরের সফরে এ বিষয়ে আলোচনা হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ