Views Bangladesh Logo

মার্কিন স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না সরকার: সেতুমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না সরকার।

তিনি আরও বলেন, “মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।”

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আসা নিয়ে আমার কিছু বলার নেই। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতি কিসের।’

তিনি বলেন, ‘বিএনপি পাত্তা দিচ্ছে কি না আমি জানি না। তারা ওপরে ওপরে অনেক কিছুই পাত্তা দেয় না। আবার তলেতলে পাত্তা দেয়।’

এ সময় ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির লোকেরা ভারতীয় পণ্য বর্জন করবেন, এটা কি সম্ভব? ভারতীয় মসলা ছাড়া কি আমাদের চলে? শাড়ি কাপড় তো আসবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য আসবে। আমদানি–রপ্তানি চলবে। বিএনপির কাছে এখন কোনো ইস্যু নেই। তাই একটা ইস্যু তৈরি করছে।’

এ ছাড়াও মেট্রোরেলে ভ্যাট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের কোনো দেশে মেট্রোতে ১৫ শতাংশ ভ্যাট নেই। আমি সরকারের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে বলেছি। তিনি বিষয়টি দেখবেন বলেছেন।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ