মামলা করতে গিয়ে সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার
গাড়িতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে গ্রেপ্তার হলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য।
জানা গেছে, বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা চালিয়ে গাড়িতে হামলা ভাঙচুর করে। এ ঘটনার পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে রাজাপুর উপজেলায় ঢুকতে গিয়ে হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপুরের পেংরি এলাকায় ঢুকলে শাহজাহান ওমরের গাড়ির গতিরোধ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এরপর তার গাড়ি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে তাকে গালাগাল করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি বেগতিক থেকে গাড়িচালক দ্রুত স্থল ত্যাগ করেন।
জানা গেছে, হামলার কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঁঠালিয়া থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঁঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে