Views Bangladesh Logo

বাংলাদেশকে জরিমানা করল ফিফা

বাংলাদেশকে ১৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি টাকায় বিশ লক্ষ) জরিমানা করেছে বিশ্ব ফুটবল সংস্থা (ফিফা)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক দর্শক মাঠে চলে আসেন। এ কারণে বাংলাদেশকে জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

তার কথায়, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে দর্শক প্রবেশের ঘটনায় ফিফা বাংলাদেশকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে।’ বসুন্ধরা কিংস অ্যারেনায় ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচ খেলেছে বাংলাদেশ।

০-২ গোলে হারা ম্যাচের একপর্যায়ে উত্তর গ্যালারি থেকে এক দর্শক মাঠে ছুটে আসেন। দ্রুতই নিরাপত্তারক্ষীরা এসে ওই দর্শককে ধরে নিয়ে যান। কিন্তু সে ঘটনায় মাঠে ফুটবলারদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ওপর শাস্তির খড়্গ ঝুলছিল। সেটা অর্থদণ্ড হিসেবে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ