Views Bangladesh Logo

গাজীপুরে তুলার গোডাউনে আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন বাসন থানার তেলিপাড়া এলাকায় একটি তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৭টায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রাত ১২টার দিকে তুলার গোডাউনে লাগা আগুন রাত ৩টার দিকে নির্বাপণ করা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তুলা, কারখানার মেশিন ও জুট পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কারখানা মালিক ইয়াসিন জানান, হঠাৎই এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পাওয়ার পর দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছায়।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিন মিয়া জানান, বুধবার রাতে গাজীপুরের চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তারা জয়দেবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ সামাদ মিয়াকে জানান। পরে সামাদ মিয়া আরও দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসেন।

দুর্ঘটনার কারণ তদন্ত করে জানানো হবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ