দেশের প্রথম পোষা প্রাণীদের বীমা চালু গ্রীন ডেল্টার
পোষা প্রাণীদের জন্য দেশে প্রথমবারের মতো ‘পেট ইন্স্যুরেন্স’ বীমা চালু করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নামক উদ্যোগটি পোষা প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ ও অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা দেয়। দুর্ঘটনাজনিত আঘাত, গুরুতর অসুস্থতা এবং নির্দিষ্ট রোগসহ অপ্রত্যাশিত ঘটনাগুলোর ঝুঁকি কভার করে।
রাজধানীর বনানী ১১ নম্বরে গ্রিন ডেল্টা ইনোভেশন ডিজিটাল হাবে বীমাটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বেশ কিছু পোষা প্রাণীর মালিক, একজন অভিজ্ঞ ও প্রখ্যাত পশু চিকিৎসক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কর্মকর্তারা।
এই অগ্রগামী উদ্যোগটি গ্রীন ডেল্টার অত্যাধুনিক বীমা সমাধানের প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয় এবং দেশে পোষা প্রাণীর সেবা-যত্নের মান উন্নত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীন ডেল্টার ‘পেট ইন্স্যুরেন্স’ পোষা প্রাণীর মালিকদের মনে শান্তি আনতে পারে, এটা জেনে যে তাদের পশুরা সুরক্ষিত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে