Views Bangladesh Logo

জাবির সেই দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ নিয়ে হাইকোর্টের রুল

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে তাদেরকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।

রুলে বিশ্ববিদ্যালয় থেকে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করার পদক্ষেপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) তাদের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আবেদনের পরবর্তী শুনানির দিন আগামী ২২ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বহিষ্কার করা শিক্ষার্থীরা হলেন-জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী।

জানা গেছে, জাবির নতুন কলাভবনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল মুছে ফেলা এবং ধর্ষণবিরোধী ম্যুরাল আঁকার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি এই দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে তারা একটি রিট করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ