Views Bangladesh Logo

ফেনীর দুই উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারী বর্ষণ ও বন্যার কারণে ফেনীর দুই উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার।

ফুলগাজীর ৪টি ও পরশুরামের ২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন এসব কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে ভারি বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এই দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যে কারণে শিক্ষার্থীদের দুর্দশার কথা বিবেচনা করে আজকের (২ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, চিঠির মাধ্যমে এ বিষয়টি আমরা তিনটি বোর্ডকে (সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ভোকেশনাল) জানিয়েছি।

জেলা প্রশাসক বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ