Views Bangladesh Logo

যুদ্ধবিরতির ঘোষণার পর বন্ধ রাখা ৩২ বিমানবন্দর খুলে দিল ভারত

যুদ্ধবিরতির ঘোষণার পর ভারতের ৩২টি বন্ধ থাকা বিমানবন্দর পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের অংশ হিসেবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এতে একাধিক সামরিক এবং বেসামরিক বিমানবন্দর বন্ধ থাকায় দেশীয় এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবায় প্রভাব পড়ে।

সোমবার এক বিবৃতিতে ভারতের করপোরেট কমিউনিকেশনস ডিরেক্টরেট জানায়, গত শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় শ্রীনগর, চণ্ডীগড়, অমৃতসর, জম্মু, লেহ, পাঠানকোট, জয়সলমের, যোধপুর, ভুজ, গোয়ালিয়র, লুধিয়ানাসহ ৩২টি বন্ধ থাকা গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর পাশাপাশি যাত্রীদেরকে তাদের নির্দিষ্ট বিমান সংস্থার যাবতীয় আপডেট জানতে এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রবেশ করার পরামর্শ দেয়া হয়েছে।

তবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। পাকিস্তান ইতোমধ্যেই তাদের আকাশসীমা খুলে দিয়েছে। যার ফলে দিল্লি থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে পশ্চিম এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকায় যেতে পারবে। তবে ভারতও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবে কি না, সেই বিষয়ে এখনো ভারতীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনও ঘোষণা আসেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ