নাটকীয় ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হার
রোববার রাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচে ১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ রানে হেরেছে পাকিস্তান।
লক্ষ্য ছোট হওয়ায় অনেকেই ভেবেছিলেন সহজ জয়ই হয়তো তুলে নেবেন বাবর আজমরা। কিন্তু তা হয়নি। পাকিস্তানের কাজটা মূলত কঠিন করে তুলেন যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ আর হার্দিক পান্ডিয়া। তাদের বোলিং তোপে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১১৩ রান। ৬ রানে হার নিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নই ফিকে হয়ে এসেছে বাবরদের।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন বুমরাহ। ৪ ওভার বল করে এই পেসার দিয়েছেন মাত্র ১৫ রান। ম্যাচসেরার পুরস্কারও তাই উঠেছে তার হাতেই। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৪ বলে ৩১ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। পাকিস্তানের আর কোনো ব্যাটারই ২০ রানের ঘর পেরোতে পারেননি।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারের নাটকীয়তায় হেরেছিল পাকিস্তান। অন্যদিকে, টানা দুই জয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল রোহিত শর্মার দল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে