বিপৎসীমা অতিক্রম করেছে যমুনা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এই নদীতে ১৬ দশমিক ২৫ মিটার উচ্চতায় পানির অবস্থানকে ‘বিপৎসীমা’ ধরা হয়। বর্তমানে যমুনায় পানির অবস্থান ১৬ দশমিক ৪৪ মিটার উচ্চতায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর পানি বিপৎসীমার উপরে ওঠায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও নদীপাড়ের চর এলাকাগুলো। পানিবন্দি হয়ে পড়েছে নদীপাড়ের প্রায় ২৫ ইউনিয়নের মানুষ।
জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, “যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করায় চরাঞ্চলের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। যমুনার চরের ৯টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে। এরমধ্যে কয়েকটিতে আংশিক পানি প্রবেশ করেছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে