ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামি সৃষ্টি হয়নি। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা এ কথা জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রাজধানী জাকার্তায়ও কম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সির (বিকেএমজি) বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের তীরে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় একটি ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩২ কিলোমিটার উত্তর-পূর্বে।
এর আগে ২০০৯ সালে পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে ও আহত হন আরও অনেকে। এছাড়া ধ্বংস হয়ে যায় বহু বাড়িঘর ও স্থাপনা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে