আরও ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল: উপদেষ্টা
আরও ৬২টি জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিগগিরই মিড ডে মিলু চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সামনের একনেক সভায় এজন্য অর্থ বরাদ্দের অনুমোদন হবে বলেও আশাবাদী তিনি।
উপদেষ্টা জানান, অন্য দুটি জেলায় এরই মধ্যে অন্য প্রকল্পের আওতায় মিড ডে মিল চালু হয়ে গেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়াবাজার মিলনায়তনে ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘শিক্ষায় বৈষম্য কমাতে চাই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব’।
গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) ও মালালা ফান্ডের সহযোগিতায় গণসাক্ষরতা অভিযানের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিপিডি’র চেয়ারপার্সন অধ্যাপক রেহমান সোবহান।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা ভাবছি, পরীক্ষার বোঝা কমানো দরকার। কিন্তু অভিভাবক এবং শিক্ষকরা চান, আরো পরীক্ষা চাপানো হোক’।
সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) রবিউল ইসলাম। মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস এবং প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ।
সম্মানিত আলোচক ছিলেন সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী। ভবিষ্যতের শিক্ষাভাবনা ও নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
সভায় আলোচনা করেন মোহাম্মদপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্মকর্তা সুলতানা লিপি, শিক্ষক সংগঠক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের আহবায়ক ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী শিহাব উদ্দিন শিহাব, ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চাঁদনী আক্তার ফাতেমা ও আঁখি খাতুন, সরকারি আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নোমান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধি আমেনা ইসলাম কেয়া এবং অভিভাবক গোলাম আজম।
স্বাগত বক্তব্যে ও সভার উদ্দেশ্য তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ। সভা সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
সভায় অংশ নেন শিক্ষার্থী, অভিভাবকসহ গণসাক্ষরতা অভিযানের সদস্য সংগঠন, উন্নয়ন সহযোগী, শিক্ষা বিশেষজ্ঞ, গবেষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এডুকেশন ওয়াচ এবং শিক্ষক সংগঠনের দেড় শতাধিক প্রতিনিধি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে