Views Bangladesh

Views Bangladesh Logo

মস্কো ইন্টারন্যাশনাল চিল্ড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেল 'মাইক'

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

স্কো ইন্টারন্যাশনাল চিল্ড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেল পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচিত্রটি।

২০২৩ সালের ১১ আগস্ট মুক্তি পায় 'মাইক'। একই বছরের ১৩ আগস্ট চলচ্চিত্রটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে এবার দেশের সীমানা পেরিয়ে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে। দর্শকের হৃদয়গ্রাহী হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসা কুড়াচ্ছে মাইক।

দর্শকনন্দিত হওয়ার পাশাপাশি পুরস্কারের ঝুলি ভরে উঠতে শুরু করেছে মাইক সিনেমার। ২০২৩ সালেই দক্ষিণ এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের মুকুট জিতে নেয় ‘মাইক’। টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনের পর বেস্ট এশিয়ান ফিচার ফিল্মের স্বীকৃতি পায় ‘মাইক’।

মাইক সিনেমার পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবরের ৭ই মার্চের ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য মাইক সিনেমাটি নির্মাণ করা। দর্শকের ভালো লাগলেই মাইক টিম সার্থক।

প্রসঙ্গত, তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি। এছাড়াও আছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ