Views Bangladesh

Views Bangladesh Logo

বগুড়ায় ঘরের ভেতর বিস্ফেরণ, মা-মেয়েসহ আহত ৪

District Correspondent

জেলা প্রতিনিধি

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

গুড়ায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মা-মেয়েসহ চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

রোববার (২৮ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে শহরের মালতিনগর এলাকায় রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- ৪০ বছরের রেবেকা বেগম, ১৪ বছরের তাসনিম বুশরা, ১৬ বছরের জিম ও রেবেকার মেয়ে ১৫ বছর বয়সী সুমাইয়া আক্তার। তাদের মধ্যে তাসনিম বুশরার অবস্থা আশঙ্কাজনক বলে জানান বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. লালন হোসেন।

শহরের বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আশরাফ উদ্দিন জানান, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ঢাকার বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করার পর বিস্ফোরণের কারণ জানা যাবে।

এদিকে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মালতিনগর এলাকায় রেজাউলসহ আরও অনেকেই বাড়ির ভেতরে অবৈধভাবে পটকা তৈরী করেন। এসব জানার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর মো. সিপার আল বখতিয়ার বলেন, রেজাউল করিমের বাড়িতে অবৈধভাবে পটকা তৈরী করা হয়। আশপাশের বাড়ির কিশোর-কিশোরীরা ওখানে কাজ করে। পটকা তৈরী করতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, শুধু রেজাউলের বাড়িতেই নয়, আশেপাশের আরও অনেক বাড়িতেই পটকা তৈরী করা হয় এবং তাদের নাম এলাকার সবাই জানেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ